নীলফামারী  প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার (১৬ই জুলাই) দিনব্যাপী উপজেলার শৌলমারী, কৈমারী ডাউয়াবাড়ী ও গোলমুন্ডা ইউনিয়নের বন্যার্তদের মাঝে সরকারের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব কাজি শাখাওয়াত হোসেন, পানি উন্নয়ন বোর্ড (ডালিয়া) নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, উপজেলা প্রকল্প বাসÍবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর সাধারন সম্পাদক আব্দুল মজিদ, ডাউয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান খোকনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, শৌলমারী ইউ'পি চেয়ারম্যান প্রাণজিৎ কুমার রায়, কৈমারী ইউ'পি চেয়ারম্যান রেজাউল হক বাবু প্রমুখ।

ত্রাণ সামগ্রী গুলোর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, চিনি, চিড়া, মুড়ি, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি।



(এমআইএস/এসপি/জুলাই ১৭, ২০১৭)