মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা এসিল্যান্ড অফিসকে ডিজাটাল করনের মাধ্যমে দুর্নীতি ও দীর্ঘসূত্রিতামুক্ত করতে নেয়া ৫১টি ভিন্নধর্মী কর্মসূচী ঘুরে দেখেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ইকনোমিক কাউন্সিলর মো: আবুল হাসান পিএইচডি।

সোমবার সকালে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তিনি মাগুরা সদর ভ‚মি অফিসের ভূমির পাঠশালা এ্যাপস, খাস জমি যাচাই এ্যাপস, কল ইওর এসি ল্যান্ড কর্মসূচী, সততা স্টোর, হেল্প ডেস্ক, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, ডিজিটাল হাজিরা, অনলাইনে ভ‚মি সমস্যা সমাধানসহ ৫১ টি কর্মসূচী ঘুরে দেখেন।

তিনি জানান, ব্যাতিক্রমধর্মী এ কর্মসূচীগুলি প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে আরো বেশী উৎসাহিত হবেন। এটি আমাদের দেশের উন্নয়ন অগ্রগতির একটি মাইল ফলক হিসেবে সৌদি আরবে উপস্থাপন করা হবে। মোবাইল এ্যাপসের মাধ্যমে বিদেশে বসেই প্রবাসিরা তাদের নিজ এলাকার জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন।

এছাড়া তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা জমির নামজারি, মিউটেশন, কোনা-বেচাসহ বিভিন্ন কর্মসূচী নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন। ফলে তারা দেশে বিনিয়োগ করতে আরো বেশী উৎসাহিত হবেন। তিনি এটিকে সরকারের ডিজিটাল উন্নয়ন ও সদিচ্ছার একটি অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেন।


মাগুরা প্রতিনিধি
১৭ জুলাই ১৭