যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল থেকে ৫৭ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ কলিম হোসেন (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

আটক পাসপোর্টধারী যাত্রী কলিম হোসেন ভারতের ২৪পরগনা জেলার বেলঘরিয়া-সেকেমজি গ্রামের মুসলিম হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার সকালে ভারত থেকে কলিম নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী (পাসপোর্ট নং-জেড-৩২৪৭৬০৮) ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি শেষে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবি। পরে ক্যাম্পে এনে তার লাগেজ তল্লাশি করা হয়। এ সময় ৫৭ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৮০০ ভারতীয় রুপি, চার হাজার ৬১২ বাংলাদেশি টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আটক কলিম হোসেনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মনির হোসেন।

(ওএস/এএস/জুলাই ১৮, ২০১৭)