স্টাফ রিপোর্টার, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অসুস্থ। বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জয়ের।

তবে সভা শুরুর বক্তব্যে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জয় শারীরিক অসুস্থার কারণে আজকের অনুষ্ঠানে আসবেন না। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করছি। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এরপর সভা উদ্ধোধনের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, জয় শারীরিক অসুস্থার কারণে উপস্থিত থাকবেন না, কিন্তু তার উপস্থিতি আমাদের তেমন প্রয়োজন নেই। কারণ মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আমাদের মাঝে উপস্থিত ছিলেন না।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, প্রচার প্রকাশনা সহ-সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামনা ডাবলু, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এস এম কামাল, খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।

(ওএস/অ/জুন ২৫, ২০১৪)