স্টাফ রিপোর্টার, ঢাকা : জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সাতক্ষীরা জেলার শ্যামনগরে ম্যানগ্রোভ বন কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হুমায়ূন কবীর গত সোমবার এই রিট আবেদন দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল হক।

আদেশে ম্যানগ্রোভ কাটা বন্ধে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে বন ও পরিবেশ সচিবকে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

রিটে বিবাদীরা হচ্ছেন- ভূমি সচিব, বন ও পরিবেশ সচিব, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, প্রধান বন সংরক্ষক, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা, সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, শ্যামনগরের সহকারী বন সংরক্ষক, সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগরের কৈখালীর সহকারী ভূমি কর্মকর্তা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

(ওএস/অ/জুন ২৫, ২০১৪)