ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭’ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন মাধ্যমে প্রচারণা করা হয়েছে। সকালে ঈশ্বরদী উপজেলা মৎস্য অফিসে ‘ মাছ চাষে গড়বো দেশ- বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমূল হক।

এসময় তিনি জানান, আজ বুধবার র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করণের করা হবে। এছাড়া ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজে মাছ বিষয়ে আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা, হাট-বাজার ও জনবহুল স্থানে মাছ চাষে উদ্বুদ্ধকরণ সভা এবং সফল মাছ চাষীদের মধ্যে পুরুস্কার বিতরণ।

ঈশ্বরদীতে বার্ষিক মাছের চাহিদা ৬,৮৭৫ মে:টন। কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন হচ্ছে ৫,৩৫৬.৬৩ টন। ঘাটতি পূরণে পরিকল্পিত উপায়ে মাছ চাষ বৃদ্ধির জন্য তিনি আহব্বান জানান। এবারে ঈশ্বরদীতে সফল মাছ চাষের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে নুরুল ইসলাম প্রামাণিক, আবু বাশার সিদ্দিকী, আবুল কালাম আজাদ মালিথা এবং অবন চন্দ্র হালদারকে পদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

(এসকেকে/এসপি/জুলাই ১৮, ২০১৭)