স্টাফ রিপোর্টার : পাঁচদিনের সফরে আগামী বুধবার (১৯ জুলাই) দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার জাপার চেয়ারম্যান এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সকাল ১০টা ১০ মিনিটে জেট এয়ার ওয়েজের ৯-ডব্লিউ ২৭১ ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদের এই সফরে তার সঙ্গে থাকবেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় এবং প্রেসিডিয়াম সদস্য মেজর মো. খালেদ আখতার (অব.)।

এই সফরকালে এরশাদ এবং তার সফর সঙ্গীরা আজমীর শরীফে হজরত খাজা মইনুদ্দীন চিশতী (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করবেন।

সফর শেষে আগামী ২৩ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ফিরবেন তিনি।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৭)