অরবিন্দ পাল, নান্দাইল : ‘সাংবাদিকরা সৎ থাকলে দেশ লাভবান হয়, এতে জাতি উপকৃত হয়, এ কথা বলেছেন অন লাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ, ও দৈনিক বাংলা ৭১ সম্পাদক প্রবীর সিকদার। তিনি মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের সাংবাদিক সংগঠন প্রেসক্লাব নান্দাইলের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের বক্তৃতায় আরও বলেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চর্চায় না থাকলে বাংলাদেশের মূল চেতনা শেষ হয়ে যাবে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ক্লাবের সাবেক সভাপতি হান্নান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রবীর সিকদার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহের সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ এফ এম সালাম, ময়মনসিংহ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট ফোরামের সভাপতি অমিত রায় উপস্থিত ছিলেন। বক্তারা বিতর্কিত ৫৭ ধারা বাতিলের দাবি জানান।

প্রথমে সাবেক সভাপতি হান্নান মাহমুদ ক্লাবের ইতিহাস তুলে ধরে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে নতুন সভাপতিকে মঞ্চে বসিয়ে দায়িত্ব প্রদান করেন।

অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ নাজিম উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, সাংবাদিক ফজলুল হক ভূইয়া, এনামুল হক বাবুল, প্রদীপ কুমার সরকার, আজিজুর রহমান ভূইয়া বাবুল, ফারুক দাদ খান প্রমুখ। ময়মনসিংহ নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক অরবিন্দ পাল অখিল।

উল্লেখ্য, নান্দাইল উপজেলা সদরের সাংবাদিকদের সংগঠন ‘প্রেসক্লাব নান্দাইল’ ২৪ বছরে পদার্পন করেছে।

(এপি/এএস/জুলাই ১৮, ২০১৭)