রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শয্যা বিশিষ্ট আরো একটি নতুন অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

বুধবার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। নতুনটিসহ রাবিতে এখন হল তিনটি অ্যাম্বুলেন্স।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, পরিবহণ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই দুটি অ্যাম্বুলেন্স চালু ছিল। কিন্ত রারির প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র দুটি অ্যাম্বুলেন্সই যথেষ্ট ছিল না। শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এ নতুন অ্যাম্বুলেন্সটি চালু করা হয়।

(ওএস/অ/জুন ২৫, ২০১৪)