কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়ে বিএনপির মন্তব্যের প্রেক্ষিতে বলেন, বিএনপি এখনও ভ্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

তিনি বলেন, সকল নির্বাচন পরিচালনার ক্ষমতা নির্বাচন কমিশনের। ওই সময় যে সরকার থাকে তার দায়িত্ব কমিশনকে সহায়তা করার এবং তাকেই সহায়ক সরকার বলে। এখন সে সময় কোন সরকার থাকবে কোন সরকার থাকবে না তা নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।

বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে জাতীয় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০১৭’র উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগ যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুন্ডু, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

এমপি হানিফ আরও বলেন, নির্বাচন কমিশনকে বিতর্ক করার অর্থই হচ্ছে নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না বা নির্বাচন থেকে সরে যাওয়ার একটা পাঁয়তারা করছে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন সফর প্রসঙ্গে বলেন, তিনি যখনই দেশের বাইরে যান তখনই দেশের উপর বাইরে থেকে আঘাত এসেছে এবং দেশের ভেতরে আভ্যন্তরিন সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অতীতের শিক্ষা থেকে বিএনপি নেত্রী যেন এবার সেগুলো থেকে দুরে থাকেন।

(কেকে/এএস/জুলাই ১৯, ২০১৭)