স্টাফ রিপের্টার : তেজগাঁও এলাকায় বৃহস্পতিবার দুপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে বৃহস্পতিবার রাত একটায় ঢাকা মেডিকেল কলেজে একজন মারা গেছেন। নিহতের নাম আব্দুল লতিফ। তিনি পেশায় ভ্যানগাড়ির চালক। গুরুতর দগ্ধ অবস্থায় অন্যান্যদের সঙ্গে গতকাল দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফজলুর রহমান জানান, রাত একটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় লতিফ মারা যান। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে তেজগাঁওয়ের পূর্ব তেজতুরীবাজার ৭১ নং রোডে তেজগাঁও মহিলা কলেজ ফটকের সামনে মাহফুজ সুইন নামে একটি দোকানে রাখা কেমিকেলের (ফিনার) ড্রামে বিস্ফোরণ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দোকানের কর্মচারী ও পথচারীসহ অন্তত ১১ জন গুরুতর দগ্ধ হন।


(ওএস/এটি/ এপ্রিল ১১, ২০১৪)