স্টাফ রিপোর্টার : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট চূড়ান্ত করা নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে বৈঠক করবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার পর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৭ জুলাই প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা শেষে আইনমন্ত্রী বলেছিলেন বৃহস্পতিবারের বৈঠকের পর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ সংক্রান্ত মামলার শুনানিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর তলব করেছিলেন।

২০১৬ সালের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

পরে ওই আদেশ বাস্তবায়নে গেজেট প্রকাশে এ পর্যন্ত বেশ কয়েক দফা সময় নেয় সরকার। গত ২ জুলাই এ বিষয়ে শুনানিতে সরকারের পক্ষে আবারও সময় প্রার্থনা করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নতুন করে দুই সপ্তাহের সময় দেন।

তবে সেদিন এটাই শেষ সুযোগ বলে অ্যাটর্নি জেনারেলকে সতর্ক করে দেন আদালত।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

(ওএস/এসপি/জুলাই ২০, ২০১৭)