ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলা ডুবে দুই জেলে নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার সকাল ৬টায় লালমোহন উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ মেঘনার বেতুয়া স্লুইজ গেইট এলাকা থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

নিহতরা হলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের মো. হোসেনের ছেলে মো. কবির হোসেন (২৪) ও মো. ফয়েজ উল্লার ছেলে মো. রাসেল (১৭)।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সকালে স্থানীয় আবদুর রবের একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১৪ জন জেলে মেঘনায় মাছ ধরার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ করেই ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা অন্য জেলেদের পাশের একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা সম্ভব হয়। তবে কবির ও রাসেল নামের দুই জেলে নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজদের মরদেহ উদ্ধার করে

এদিকে নিন্মচাপ থাকায় ভোলায় গত দু’দিন ধরে প্রচণ্ড ঝড় হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

(ওএস/এসপি/জুলাই ২০, ২০১৭)