গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বৃহস্পতিবার মাদক মুক্ত করার লক্ষ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর যৌথ আয়োজনে মাদক বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা ৪, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। সমাবেশে উপজেলার ১৭টি ইউনিয়নের ৩ নারীসহ ১৫২ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

গাইবান্ধার পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ পিপিএম এর সভাপতিত্বে গোবিন্দগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আওমীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রূপা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লতিফ প্রধান, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুকিতুর রহমান রাফি, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বশির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, ও স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবর রহমান পিপিএম। শেষে মাদক বিরোধী এক বর্ণাঢ্য র‌্যালি সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

(এসআরডি/এসপি/জুলাই ২০, ২০১৭)