রাজন্য রুহানি, জামালপুর : অবসর ও কল্যাণ তাহবিলে শতকরা ১০ ভাগ কর্তন প্রত্যাহার, শতকরা ৫ ভাগ বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের শহীদ মিনারের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের আহ্বায়ক এ কে এম মুস্তাফিজুর রহমান মুক্তার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ আলী আকবর ফকির, অধ্যক্ষ আব্দুল হামিদ, ফজলুর রহমান, এস এম আনোয়ারুল হক, আমির উদ্দিন প্রমুখ।

(আরআর/এএস/জুলাই ২০, ২০১৭)