জামালপুর প্রতিনিধি : কলেজছাত্রীসহ নারী ও শিশু নির্যাতনের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও নির্বাক প্রতিবাদ কর্মসুচি পালন করেছে “আমরাই পারি” পারিবারিক নির্যাতন প্রতিরোধ জেলা জোট এবং জেলার সমমনা এনজিওসমূহ। এ মানববন্ধন ও নির্বাক প্রতিবাদে চোখে কালোকাপড় বেঁধে, মুখবন্ধ হয়ে রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার কর্মী, ছাত্রছাত্রী, শিক্ষক, নারীনেত্রী, সাংস্কৃতিক ও এনজিও কর্মী, অপরাজেয় বাংলাদেশসহ নানা শ্রেণিপেশার মানুষ।

শহরের নয়াপাড়া এলাকার ফ্যাশন ডিজাইনার মেহেদী হাসান প্রান্তের হাতে কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়। ধর্ষিতার পিতা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ৩০ ধারায় নির্যাতন মামলা করেন। ধর্ষক প্রান্তকে প্রধান আসামী, ধর্ষকের বাবা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম ও মা লিপি বেগমকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হলেও এখনো অপরাধীদের গ্রেফতার করতে পারে নি পুলিশ। এছাড়া শহরের রশিদপুরে বাবা কর্তৃক ৫ম শ্রেণির স্কুলছাত্রী অন্তঃসত্ত্বার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই নির্বাক প্রতিবাদ কর্মসূচিটি পালিত হয়।


(আরআর/এসপি/জুলাই ২০, ২০১৭)