স্টাফ রিপোর্টার, ঢাকা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে শুভেচ্ছা জনান। এছাড়া পররাষ্ট্র সচিব শহীদুল হক, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিমও তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।

সফরকালে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন।

বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম বাংলাদেশে সফর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরটিকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের কথা রয়েছে।

তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পত্র প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবেন বলে জানা গেছে।

(ওএস/অ/জুন ২৬, ২০১৪)