শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রনি বেপারী (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রনি বেপারী জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি গ্রামের সোহরাফ বেপারীর ছেলে।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, রনি নামে একটি ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে শুনেছি। পুলিশ পাঠাচ্ছি।

জানা যায়, ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতো রনি বেপারী। ঢাকা থাকা অবস্থায় তার জ্বর আসে। জ্বরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গতকাল ঢাকা থেকে এসে শরীয়তপুরের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তাকে চিকিৎসকরা বলেন তার ডেঙ্গু জ্বর হয়েছে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

শরীয়তপুর সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রায় একই। রনি ভর্তি হওয়ার পর ডাক্তার চিকনগুনিয়া আক্রান্ত হয়েছে বলে ধারণা করছিলে। আজ ডাক্তার রনির রিপোর্ট দেখে জানতে পারে তার ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ২১, ২০১৭)