গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কোচাশহর ইউনিয়নের হরিপুর গ্রামের রুবেল মিয়ার মেয়ে রুজি খাতুন (১২) বুধবার মধ্যরাতে শয়ন ঘরে বিষপানে আত্মহত্যা করে। পরের দিন সকাল ১০ টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে দরবস্ত ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ গ্রাম থেকে কবিতা খাতুন (১৮) নামে এক নারীর মরদেহ দুপুরের দিকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের সাদা মিয়ার চতুর্থ মেয়ে। নিহতর বাবা সাদা মিয়া জানান, বাড়ির সকলের অজান্তে তার মেয়ে বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে, সাপমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলের বাড়ির নিকটস্থ করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ে মধ্য বয়সী এক নারীর মরদেহ সকালের দিকে উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, মরদেহ তিনটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের আত্মহত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এক সপ্তহে ১০ লাশ উদ্ধার করা হয়েছে।

(এসআইআর/এসপি/জুলাই ২১, ২০১৭)