আন্তজার্তিক ডেস্ক : সাগরের তলদেশ থেকে পাওয়া সংকেতগুলো মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির ‘ব্ল্যাক বক্স’ থেকে এসেছে বলে দাবি করেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট।

তিনি বলেন, ‘আমরা তল্লাশির ক্ষেত্র কমিয়ে এনেছি। আমাদের বিশ্বাস, যে সংকেতগুলো পাওয়া গেছে, সেগুলো নিখোঁজ বিমানটির ব্ল্যাক বক্স থেকেই এসেছে।’

শুক্রবার চীনের সাংহাইয়ে স্কাই নিউজকে তিনি এসব কথা বলেন।

অ্যাবট বলেন , ‘আমরা যে পর্যায়ে আছি, সেখান থেকে স্পষ্ট বুঝতে পারছি, বিমানটির ব্ল্যাক বক্সের কার্যকারিতা ক্রমেই কমছে। তবে সংকেতগুলো পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই যথেষ্ট তথ্য পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’

৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির ১৫৩ যাত্রী ছিলেন চীনের নাগরিক।


(ওএস/এটি/এপ্রিল ১১, ২০১৪)