রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২১জুলাই শুক্রবার বিকালে কুড়িগ্রামের রাজারহাটে আমরা উপজেলাবাসীর উদ্যোগে তিস্তা নদী ভাঙ্গন প্রতিরোধে অনতি বিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহন ও ৩ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব রাজারহাট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করে।

মানববন্ধন পূর্ব সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়, আমরা রাজারহাট উপজেলাবাসীর উদ্যাক্তা তৌহিদুর রহমান, আসাদুজ্জামান এইম রতন ও ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দা মনিবুল হক বসুনিয়া প্রমুখ।

উক্ত মানববন্ধনে তিস্তা ও ধরলা নদীর ভাঙ্গনরোধে নদী ড্রেজিং ও বাঁধ নির্মাণসহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়। এ বিষয়ে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ তাজুল ইসলাম চৌধুরী মুঠো ফোনে জানান, আমি কিছুক্ষণ পূর্বে তিস্তা ও ধরলা নদীর ভাঙ্গন রোধকল্পে পানি সম্পদ মন্ত্রনালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছি। চিফ ইঞ্জিনিয়ার বরাদ্দের আশ্বাস দিয়েছেন।

(পিকেএসএস/এএস/জুলাই ২১, ২০১৭)