মাগুরা প্রতিনিধি : জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক খান শফি উল্লাহ্ কে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার সকালে সরকারি কলেজ দর্শণ বিভাগ মিলনায়তনে এ সম্মাননা দেন সুপ্রভাত বাংলাদেশ মাগুরার সদস্যবৃন্দ। এ সময় তারা সুপ্রভাতের সহযোগিতায় মৃত্যুমুখ থেকে ফিরে আসা অগ্নিদগ্ধ শিশু সুরাইয়াকেও উপহার ও ফুলের তোড়া তুলে দেন।

সুপ্রভাত বাংলাদেশ মাগুরার সভাপতি সুনীল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন, সুপ্রভাতে উপদেষ্টা আবুল হোসেন খান, ফারুক রেজা ঝন্টু, আয়ুব হোসেন, এবিএম আসাদুর রহমান, রেজাউল ইসলাম, জামিল সিদ্দিকী, শাহিদুল ইসলাম টুকুলসহ অন্যরা।

এ সময় বক্তারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়মিত উৎসাহমূলক সম্মাননা জানানোর মাধ্যমে ভাল কাজকে উৎসাহিত করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

শরীর চর্চার জন্যে একত্রিত হলেও এ সংগঠনটির শতাধিক সদস্য দীর্ঘদিন ধরে মাগুরায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

(ডিসি/এএস/জুলাই ২১, ২০১৭)