রাজন্য রুহানি, জামালপুর : ৭টি পেট্রোল বোমাসহ জামালপুরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাসুদ (২৬) ও নাসির (৩০)। শহরের ফৌজদারী মোড়ে সমবায় ব্যাংকের পিছনে নির্জন স্থান থেকে সন্ধ্যা সাড়ে ৬ টায় তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন, ফৌজদারী মোড়ে সমবায় ব্যাংকের পিছনে দেয়াল ঘেরা নির্জন স্থানে ৫/৬ জনের একদল যুবক পেট্রোল বোমা তৈরি করার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বোমা তৈরিকারীরা অন্যরা পালিয়ে গেলেও ৭টি পেট্রোল বোমাসহ মাসুদ ও রাশেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদের বাড়ি শহরের সরকার পাড়ায়। তার পিতার নাম ওবায়দুর রহমান। নাসিরের বাড়ি দেওয়ানপাড়ায়। তার পিতার নাম হানিফ উদ্দিন।

নাশকতার উদ্দেশে বোমাগুলো তৈরি করছিল বলে প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০:৫৮ মিনিট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ওসি।

(আরআর/এএস/জুলাই ২২, ২০১৭)