এক জাত

কেউ খায় দুধ ভাত
কেউ খায় পান্তা,
এক বেলা খেয়ে কারো
বেঁচে থাকে জানটা।

কেউ খায় বিরিয়ানী
কেউ শিক কাবাব,
দালালীটা করে খাওয়া
কারো আছে স্বভাব।

কেউ-কেউ ঘুষ খেয়ে
করে ভুরি ভোজ,
ঘুষ আর সুদ চলে
দেখি হর রোজ।

ন্যায় পথে থেকে আবার
হয়না তো ভাত,
কারো আবার না খেয়ে
কেটে যায় রাত।

দুঃখী জন সুখে থাকে
খেটে দিন রাত,
ঘুষ খোর সুদ খোর
হলো এক জাত।