লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনই ফ্যাশন বদলাচ্ছে। আজকে একটা বাজারে আসছে, তো কালকে আরো নতুন কিছু। আর আপনি ভাবছেন কোনটা পরবেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন? আপনি ফ্যাশনের চাপে পড়ে ঠিক পোশাক পরছেন কি না! আমরা অনেকেই পোশাক পরার সময় কিংবা কেনার সময় এ বিষয়টাকে এড়িয়ে যাই। কিন্তু ফ্যাশন ডিজাইনাররা সব সময় বলেন, জামা-কাপড় পরা উচিত একেবারেই আপনার শরীরের মাপঝোককে মাথায় রেখে।

অনেকেই বর্তমানের চেয়ে কিছুটা ছোট বা বড় পোশাক কিনে থাকি। অনেকেরই আশা থাকে ভবিষ্যতে কিছুটা স্লিম হওয়ার। সে আশাতে কিছুটা টাইট পোশাক কেনাকাটা করা হয়। কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে না। ফলে পোশাকটিও পরা হয় না। তাই সবচেয়ে ভালো বুদ্ধি হলো, আপনার বর্তমান সাইজ অনুযায়ী পোশাক কেনা।

যদি কোমর খুব পাতলা ও সরু হয়, তাহলে খুব চাপা পোশাক আপনার না পরাই ভালো। বরং একটু হালকা পোশাক বেছে নিন। যাতে আপনার রোগা শরীরের সঙ্গে পোশাক একেবারে লেগে না থাকে। শরীরের ওপরের অংশ ও নিচের অংশ ম্যাচ করে পোশাক পরুন। ডিপ নেক কিংবা অফ শোল্ডার পরতেই পারেন।

শরীর একটু মোটার দিকে হলে অবশ্যই এড়িয়ে চলুন খুব চাপা পোশাক। কারণ, এতে আপনার পোশাকের মধ্যে থেকে মেদ ঠিকরে বেরিয়ে আসবে৷ বরং অল্প ব্যাগিস পোশাক আপনার জন্য মানান সই৷ চেষ্টা করুন কটন সিল্ক বা সুতির পোশাক পরতে।

খুব পেশি যুক্ত শরীর হলে অনেকেই খুব চাপা পোশাক পরে থাকেন। এটা কোনো ভুল কাজ নয়৷ কিন্তু এমন চাপা পোশাক বাছবেন না যাতে জামা কাপড়ের ভেতর থেকে আপনার পেশিবহুল চেহারা একেবারে বেরিয়ে আসে৷ এটাকে অনেক সময় ন্যুড ফ্যাশনও বলে৷ তবে সব অনুষ্ঠানে এই ধরনের পোশাক একেবারেই মানানসই নয়। বরং অল্প চাপা পোশাক পরুন৷ হাতচাপা টিশার্ট পরতেই পারেন৷ তবে এটা একেবারেই পুরুষদের জন্য।

(ওএস/এসপি/জুলাই ২২, ২০১৭)