মারুফ সরকার, সিরাজগঞ্জ : উল্লাপাড়া উপজেলার পুর্নিমাগাঁতি ইউপির পুকুরপাড় মাদ্রাসা মাঠ থেকে শুক্রবার সন্ধ্যায় পর জুয়া খেলার অপরাধে আট যুবককে গ্রেফতার করে নিয়ে আসে উল্লাপাড়া মডেল থানার এসআই পবিত্র।

এরপর আটককৃত ঐ জুয়াড়িদের ছাড়াতে দৌড়ঝাপ শুরু করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা পরিচয় দেওয়া জিয়াউল ওরফে জিয়া নামের এক চেয়ারম্যান প্রার্থী।

মুঠোফোনে যোগাযোগ করা হলে উপ-পরিদর্শক পবিত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ টাকা ও সরঞ্জামাদি সহ আট যুবককে গ্রেফতার করে আমি থানায় নিয়ে এসেছি। তবে আটককৃত ঐ আট যুবকের বিরুদ্ধে কোনও মামলা হবে কিনা সেটা আমি অনিশ্চিত এটা ওসি সাহেব ভাল জানেন আপনি তার সাথে যোগাযোগ করে দেখুন। আসামি ছাড়ানোর বিষয়ে কথা হলে চেয়ারম্যান প্রাথী জিয়া বলেন আমি পাঁচ জনকে ছাড়ানোর জন্য কথা বলেছি এ জন্য তারা(পুলিশ) পঞ্চাশ হাজার টাকা দাবি করেছেন আমি চল্লিশ হাজার টাকার প্রস্তাব দিয়েছি বিষয়টি এখন দরকষাকষির প্রক্রিয়ায় আছে আপনি আগেই এটা নিয়ে কিছু লেখেন না আপনার জন্য যতটুকু পারি ব্যবস্থা করবো।

পুর্নিমাগাঁতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজে কলমে আমার সংগঠনের সদস্য পদেও উক্ত জিয়ার কোনও নাম নেই অথচ সে রীতিমতো নিজেকে নেতা পরিচয় দেয় অনেক জায়গায়। এছাড়া সে প্রায়ই পুলিশ খবর দিয়ে একে-ওকে গ্রেফতার করায় আবার সে নিজেই গিয়ে তাদের জামিনদার হয়। আমার জানা মতে সে একজন ভুঁইফোঁড় আওয়ামী লীগ।

(এমএস/এএস/জুলাই ২২, ২০১৭)