মো.আতিকুর রহমান : বিজিএমইএ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত কুইজ প্রতিয়োগিতা- ২০১৪ বিইউএফটির নিজ অডিটোরিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাঁছাই পদ্ধতির মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ১০ জন শিক্ষার্থীকে মনোয়ন করা হয়। প্রতি গ্রুপে মোট দুইজন করে পাঁচটি গ্রুপ থেকে তিনটি গ্রুপকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে পদ্মা দল চ্যাম্পিয়ান, মেঘনা দল ১ম রানার্স আপ এবং যমুনা দল ২য় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের টধাষ্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জি: আইয়ূব নবী খান, প্রফেসর কাজী শামসুর রহমান, হেড অব লজিষ্টিক উইং কমান্ডার শহিদুল্লাহ ও ড. স্বপন কুমার সাহা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে বিইউএফটির লাইবেরিয়ান ও কলামিস্ট মো. আতিকুর রহমান, প্রফেসর ইঞ্জি: আবুল বাসার ও সহকারী রেজিস্টার এটিএম মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউএফটির শেষ বর্ষের শিক্ষার্থী মো. আশিকুল ইসলাম চয়ন ।

(এমএআর/জেএ/জুন ২৬, ২০১৪)