ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ছাত্রলীগ নেতা কর্মীদের কোন অপকর্ম বরদাসত করা হবে না। লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগকে গঠনতন্ত্র মেনে চলতে হবে। এখানকার ছাত্রলীগ নষ্ট হয়ে গিয়েছিল। সন্তাস, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল এখন ছাত্রলীগে আর সে অবস্থা নেই। শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে একথা বলেছেন। সাড়ে পাঁচ বছর পর শহরের ঈমান কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসিফ হোসাইন সোহাগের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আ’লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, প্রচার সম্পাদক কামিল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবীন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা প্রমুখ।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুপ্রিয় কুন্ডু রাজেস, আবুল বাসেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাজাহাদা, পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব, উপ সহ সম্পাদক আবু সাঈদ কনক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার কবির সেতু।

(এসকেকে/এএস/জুলাই ২২, ২০১৭)