রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে আদায়ের লক্ষে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চারঘন্টা কর্মবিরতি পালন করেছে রায়পুর পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে টানা ৪ ঘন্টা পৌর ভবনের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রায়পুর শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় কর্যালয় সেবা নিতে আসা পৌরবাসী চম ভোগান্তিতে পড়ে।

পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন রায়পুর শাখার সভাপতি সহকারি প্রকৌশলী জুলফিকার হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মানিক, সচিব আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী এ,টি,এম সাদেক, ডাঃ আল ইমরান, কামরুল হাসান রাছেল, কর নির্ধারক আনিছুল হক, পরির্দশক রুমানুর রহমান, কর আদায়কারী এজাজ হোসেন প্রমুখ। এছাড়াও কর্মবিরতিতে শতাধিক পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রকণ করেন। এর আগেই আরও দু’বার এ কর্মসূচী পালন করেন তারা।

(এমআরএস/এসপি/জুলাই ২৪, ২০১৭)