পাবনা প্রতিনিধি : সরকারী কোষাগার হতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনের দাবীতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন পাবনার পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা। আজ রবিবার সকাল ৯টা থেকে পৌরসভার সামনে এই কর্মসূচী পালন করে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পাবনা পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে পাবনা পৌরসভার সামনে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই কর্মসূচী চলে। পাবনার ৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই মানবন্ধনে অংম গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়ার প্রারম্ভে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ সুবিবেচনায় সরকারি চাকুরিজীবিদের সাথে বতেন বৈষম্য দূরী করনে এবং ১৯৭২ সালে সরকারি কর্মচারীদের ন্যায় পৌর কর্মকর্তা কর্মচারীদের বতেন ভাতা জাতীয় বেতন স্কেলে অর্ন্তভুক্তির নির্দেশ প্রদান করলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

পৌর সভার সকল কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ নিশ্চিত করণের লক্ষ্যে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দুসৃষ্টি কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, পৌর কর্মকর্তা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার জিয়াউল ইসলাম, পাবনা পৌর সচিব মোঃ সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ তাবিবুর রহমান, হিসাব কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।



(পিএস/এসপি/জুলাই ২৪, ২০১৭)