চুয়াড়াঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের সিঅ্যান্ডবি পাড়া ও আলমডাঙ্গা উপজেলার কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (২৭) ও কাবাতুন নেছা (৬৮) নামের দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। মৃত আনারুল ইসলামের সদর উপজেলা শহরের সুবদিয়া কলোনী পাড়ার শফি উদ্দীনের ছেলে ও কাবাতুন নেছা কেশবপুর গ্রামের জাকের আলীর স্ত্রী।

মৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে আনারুল ইসলাম ট্রাকযোগে বালু নিয়ে সিঅ্যান্ডবি জামে মসজিদের কাছে বালু নামানোর জন্য যায়। বালু নামানোর পর ট্রাকে উঠতে গেলে পাশে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, রাত ৯টার দিকে আলমডাঙ্গা কেশবপুর গ্রামের কাবাতুন নেছা নিজ বাড়িতে রাইচ কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

(ওএস/এসপি/জুলাই ২৪, ২০১৭)