স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ৪৫ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তারা। বৈঠকে দু’দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তবে এ সম্পর্কে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন আবুল হাসান মাহমুদ আলী।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন তিনি। এ ছাড়া আগামীকাল শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও সুষমা স্বরাজের বৈঠক করার কথা রয়েছে।
বুধবার রাতে প্রথমবারের মত বাংলাদেশে সফরে আসেন ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে রাত পৌনে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সুষমা স্বরাজের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংও রয়েছেন।

(ওএস/এইচআর/জুন ২৬, ২০১৪)