স্টাফ রিপোর্টার : প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারপিট ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সফিউল আযমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মহানগর হাকীম মারুফ হোসেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ডাক্তার সফিউল আযম আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী এড. শুভ্র সিনহা রায় বলেন, একজন ডাক্তার যেভাবে একজন সাংবাদিককে আড়াই ঘণ্টা আটকে রেখে মারপিট, নির্যাতন করে জোর পূর্বক স্ট্যাম্পে সই করিয়ে নিয়েছেন এটি কারো কাম্য নয়। সাংবাদিক নির্যাতনকারী ডাক্তারের শাস্তি হওয়া প্রয়োজন। এমন বক্তব্যের প্রেক্ষিতে মহানগর হাকিম ডাক্তার সফিউলকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত মে মাসের ৫ তারিখে শিশির মোড়ল শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে ডাক্তার সফিউল আযম তাকে আটকে নির্যাতন ও স্ট্যাম্পে সই করিয়ে নিলে শিশির হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

(ওএস/এইচআর/জুন ২৬, ২০১৪)