রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পৃথক দুটি অভিযানে ২০ রাউন্ড গুলিসহ দেশীয় পাইপগান ও ১১টি ইয়াবাসহ ৫জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর দেড়টায় এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান বলেন, ভোর রাতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলামের নির্দেশে দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ কাঠারবিল গ্রামে জিঞ্জিরাম নদী ঘাটে অভিযান চালিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ডাকাতিয়া চরের আব্দুল করিম (৪৮), দেওয়ানগঞ্জের গয়েরডোবা গ্রামের আল আমীন (৩০), ফুলছড়ির ভাটিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৪২) ও ইনসাব আলীকে (২৭) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১শ টি ইয়াবাসহ ২০ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। অপর অভিযানে ইসলামপুরের আয়েরমারী গ্রামে হারুনের দোকানের সামনে থেকে ১ হাজারটি ইয়াবাসহ লাইলি বেগম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে যমুনা নদীতে এবং যমুনাপাড়ের অঞ্চলসমুহে ডাকাতির পাশাপাশি মাদক পাচার করে আসছিল বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। তাদের বিরুদ্ধে গাইবান্ধা এবং জামালপুরে হত্যা ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

(আরআর/এএস/জুলাই ২৫, ২০১৭)