বিনোদন ডেস্ক : `সিগারেট ও মদ পানে নিরুৎসাহিত করতে সিনেমায় সুপারস্টাররা যেন এসব দৃশ্যে অভিনয় না করে। কারণ সিনেমায় সুপারস্টারদের সিগারেট ও মদ পান করা দেখে তাদের ভক্তরা উৎসাহিত হয়’।

এই প্রস্তাব করেছেন বলিউডের সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি।

যদিও ‘ধূমপান ও মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর’ সিনেমার পর্দায় এ ধরনের সতর্কীকরণ বার্তা দেখানো হয়। কিন্তু তা যথেষ্ট নয় বলে মনে করেন পহলাজ নিহালনি।

সিনেমায় এ ধরনের দৃশ্য দেখানো নিয়ে এখনও ভারতে কোনো সরকারি নিষেধাজ্ঞা জারি হয়নি। তবে সেন্সর বোর্ড আর তা করতে দিবে না তা স্পষ্ট হয়ে গেছে নিহালনির কথায়।

নিহালনি বলেন, ‘সমাজের প্রতি তো সুপারস্টারদের কিছু দায়িত্ব আছে। লাখ লাখ মানুষ তাদের অনুসরণ করেন। আমার মনে হয়, খুব প্রয়োজন না থাকলে সিনেমার পর্দায় তাদের ধূমপান বা মদ্যপান করা উচিত নয়।’

তবে নিহালনির এই মন্তব্যের পর কলকাতার চলচ্চিত্র পরিচালকরা তার সমালোচনা করেছেন। খবর আনন্দবাজার ।