স্বপ্ন আমার

স্বপ্ন যখন আশার ডানা
লাটাই ছাড়া ঘুড়ি,
মেঘের দেশে ভেসে-ভেসে
ইচ্ছে মতো উড়ি!

ডানা মেলে উড়ে চলি
নীল আকাশের গায়ে,
যেথায় খুশি সেথায় যাবো
ডানে এবং বায়ে।

স্বপ্ন যখন আশার আলো
প্রিয়ার দু'টি চোখ,
নীল নীলিমায় উড়ে-উড়ে
শুধুই ছাড়ি ঢোক!

স্বপ্ন যখন আশার ভেলা
জীবন শেষের তরী,
সাধটা ছিলো অনেক আমার
কোমল হাতটা ধরি।

রাত্রি শেষে জেগে দেখি
শুয়ে আছি বিছানায়
ঘুমের ঘোরে যা দেখেছি
তারতো কোন আশানাই।