কুষ্টিয়া প্রতিনিধ : ‘মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব হচ্ছেন ঈমাম আর এক হাজার মোকাবরের একজন হচ্ছেন জিয়া। একুশে আগস্ট গ্রেনেড হামালার মামলা শুরু হয়েছে সেই মামলায় খালেদা জিয়া ও তার ছেলেদের বিচারের আওতায় আনা হতে পারে। মামলা থেকে রেহায় পেতে এবং দুর্নীতি ঢাকতে এ সব কথা বলছেন।’

শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা গোলাপনগর নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, সহকারী কমিশনার সিরাজাম মুনিরা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রীকে কুষ্টিয়া পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে মন্ত্রী ভেড়ামারা গোলাপনগরে হযরত সোলাইমান শাহ চিশতী (রা.) মাজার জিয়ারত শেষে মেলা পরিদর্শন করেন।

(ওএস/এটি/এপ্রিল ১১, ২০১৪)