রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ ভাতা সহ শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে।

আজ দুপুর ১২ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এ মানববন্ধন করে। মানববন্ধনের পূর্বে একটি বিক্ষো মিছিল বের করে শিক্ষকরা। এ সময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষো মিছিল শেষে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ১৪৩ টি বিদ্যালয়ের ১৫ শত শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।

বিনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় মানবন্ধনে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দীন, খোন্দকার মনির আজম মুন্নু, আদেল উদ্দীন মোল্যা, নুরুদ্দিন শেখ সহ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা সভাপতি সাঈদা খানম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ অনান্য নেতারা বক্তব্য রাখেন। এ সময় নেতারা দাবী করে শিক্ষকদের দাবি সরকার না মেনে নিলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

আগামী ৩১ জুলাই শিক্ষকেরা ক্লাস বর্জনের ঘোষণা প্রদান করেন এই মানববন্ধন থেকে।

(ডিবি/এসপি/জুলাই ২৬, ২০১৭)