নিউজ ডেস্ক : অফিস বা কর্মক্ষেত্র হলো দ্বিতীয় পরিবার। কারণ প্রতিদিনের অনেকটা সময় চাকুরীজীবীরা নিজেদের কর্মক্ষেত্রেই ব্যয় করে থাকেন। অফিস এবং কলিগদের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক না থাকে তবে কর্মক্ষেত্রে সময় কাটানো অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই বেশীরভাগ চাকুরীজীবীই চান কর্মক্ষেত্রটিকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে পরিনত করে নিতে।

তাই আমাদের সকলেরই উচিৎ কর্মক্ষেত্রে এমন কিছু না করা যা কলিগদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি করে। খুব সতর্কতার সাথেই কর্মক্ষেত্রে আচরণ করা উচিৎ। এমন কিছু কাজ রয়েছে যা করলে আপনি কলিগদের মনে শুধুমাত্র বিরক্তিই সৃষ্টি করতে পারবেন। এই সকল কাজ থেকে দূরে থাকাই ভালো। চলুন তবে দেখে নেয়া যাক সেই সকল কাজগুলো কী কী।
অন্য কারো কৃতিত্ব নিয়ে নেয়া
যদি আপনি আপনার কলিগের বুদ্ধি, আইডিয়া নিজের বলে চালিয়ে কৃতিত্ব নিতে চান তাহলে অবশ্যই আপনি একটি অসাধু কাজ করছেন। এতে আপনি সেই কলিগ এবং অন্যান্য সকল কলিগের চোখে বিরক্তিকর ব্যক্তি হিসেবেই উপাধি পাবেন এবং সকলে আপনার কাছে থেকে দূরেই থাকতে চাইবেন। নিজে বুদ্ধি খাটিয়ে কিছু করুন, অন্যের কৃতিত্ব নিজের বলে জাহির করবেন না।


কলিগদের কাজের সমালোচনা করা
নিজের কাজ বাদে বাকিদের সবার কাজে খুঁত ধরে বেড়ানো, সমালোচনা করা এবং অন্যান্যদের কাছে নিন্দা করার বদঅভ্যাসটি অফিসের পরিবেশ নষ্টের জন্য দায়ী। এবং এই ধরনের কাজ করলে আপনি কলিগদের কাছে বিরক্তিকর মানুষ হিসেবে পরিচিতি পাবেন। কেউ আপনাকে সম্মান করতে চাইবে না। তাই এই কাজটি করা থেকে বিরত থাকুন।
কাজের দায়িত্ব না নেয়া
আপনি যদি কাজ এড়িয়ে চলতে চান তবে আপনার নিজেরই ক্ষতি। আপনি যদি প্রতিবারই নিজের কাজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ফ্রি থাকতে পছন্দ করেন তবে কেউই আপনাকে ভালো চোখে দেখবেন না। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। যদি খুব বেশি সময়ের সমস্যায় পড়েন তবে কলিগদের কাছে সাহায্য চাইতে পারেন। চাপিয়ে দিতে যাবেন না একেবারেই।


অন্যের কাজে সমস্যার তৈরি করা
আপনার কলিগ কাজ করছেন আপনি তার কাছে যেয়ে গল্প করা শুরু করলেন, এতে করে তার কাজের সমস্যা হবে। এছাড়াও অফিসে আপনার ফোন এসেছে আপনি নিজের কাজ ফেলে ফোনে গল্প জুড়ে দিলেন উচ্চস্বরে, এতেও কলিগদের কাজে সমস্যা হয়। আবার, আপনি কয়েকজনের সাথে উচ্চস্বরে কথা ও হাসাহাসি করছেন অফিসে বসে এতেও আপনার কলিগদের সমস্যা তৈরি হবে। এই ধরণের কাজ অফিসে একেবারেই করবেন না।
ভুল করে স্বীকার না করে অন্যের ওপর চাপিয়ে দেয়া
ভুল মানুষের হতেই পারে। কিন্তু সকলের পক্ষে নিজের ভুল স্বীকার করার ক্ষমতা থাকে না। আপনি যদি ভুল করে থাকেন তবে তা স্বীকার করার ক্ষমতা রাখুন। অন্যের ওপর নিজের ভুলের দায় দায়িত্ব চাপিয়ে দিতে যাবেন না। এতে হয়তো আপনি একবার বেঁচে যাবেন কিন্তু আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। এবং তারা আপনাকে বিরক্তিকর দৃষ্টিতেই দেখবেন।
(ওএস/এএস/জুন ২৬, ২০১৪)