নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে একটি গাড়ি তল্লাশি করে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার লাকসামের সুভাষ চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস, রূপগঞ্জের আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান, ডেমরার মৃত নূর মোহাম্মদের ছেলে সালাউদ্দিন, নোয়াখালীর সেনবাগের মৃত শাহাদাৎ উল্লাহর ছেলে নূর নবী ও কুমিল্লার লাকসামের আমির হোসেনের ছেলে মনির।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মফিজুল ইসলাম জানান, পুলিশ সদর দফতরের গোপনীয় শাখার সহযোগিতায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড চৌরাঙ্গী পাম্প এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। ওই সময়ে একটি নতুন এক্স নোয়া (ঢাকা মেট্টো-য়-০০-০৪৯৯) গাড়ি তল্লাশি করে পাঁচজনকে আটক করা হয়। গাড়ির ভেতর থেকে ৪৬টি প্যাকেটে মোট ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকরা কক্সবাজার থেকে এ মাদকের চালান রাজধানীতে নিয়ে যাচ্ছিল। তারা সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৭)