বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বিস্তর ফারাক নিয়ে কঙ্গনা রানাউত, প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পর এবার সোচ্চার হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান।

এ প্রসঙ্গে তার ভাষ্য, আমার মতে, ৯৫ শতাংশ সিনেমাতে এখনো নারীদের গতানুগতিকভাবেই উপস্থাপন করা হচ্ছে। বাকি পাঁচ শতাংশ সিনেমাতে নারীদের ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়ে থাকে। বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের ব্যবধানটা এখনো বেশ স্পষ্ট। পারিশ্রমিকে পরিবর্তন আসেনি, তা আমি বলব না। কিন্তু অভিনেতারা সিনেমা প্রতি যে পারিশ্রমিক পাচ্ছেন, তার তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটা খুবই কম।’
বিদ্যা আরো বলেন, ‘বর্তমানে নারী চরিত্রকে প্রাধান্য দিয়ে মাত্র পাঁচ শতাংশ সিনেমা নির্মিত হচ্ছে। তাই আমার মনে হয়, পারিশ্রমিকের এই বৈষম্য দূর হতে আরো সময় লাগবে। তবে একদিন অবশ্যই আমরা ন্যায্য পারিশ্রমিক পাব। ধীরে ধীরে আমরা সেই পথেই এগোচ্ছি।’
সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। বিশেষ করে বাণিজ্যিক সিনেমাতে অভিনেত্রীদের পারিশ্রমিক বাড়ানোর জোর দাবি জানিয়ে ৩৬ বছর বয়সী বিদ্যা আরো বলেন, বাণিজ্যিক ধারার সিনেমাতে অভিনেত্রীদের পারিশ্রমিক অচিরেই বাড়ানো উচিত। কারণ সিনেমার সাফল্যের পেছনে তাদের বড় ভূমিকা থাকে। কিন্তু যৌক্তিক কোনো কারণ ছাড়াই অভিনেত্রীদের পারিশ্রমিক দেয়ার ক্ষেত্রে বৈষম্য জিইয়ে রাখা হচ্ছে।

(ওএস/এএস/জুন ২৬, ২০১৪)