স্টাফ রিপোর্টার, ঢাকা : ধসে যাওয়া রানা প্লাজায় পুনরায় উদ্ধার অভিযানের দাবি জানিয়েছেন দুর্ঘটনায় হতাহত শ্রমিক ও তাদের স্বজনরা। শুক্রবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজা ভবনের সামনে মানববন্ধনে তারা এ দাবি তোলেন।

মানববন্ধনে বক্তারা জানান, ভবন ধসের ঘটনায় নাম মাত্র কয়েকজন শ্রমিককে আর্থিক সহায়তা দেয়া হলেও সবাইকে দেয়া হয়নি। রানা প্লাজা দূর্ঘটনায় কি পরিমান বৈদেশিক সহায়তা এসেছে তা প্রকাশ করারও দাবি তোলেন বক্তারা।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাজেদা বেগম সাজু আক্ষেপ করে বলেন, বাংলাদেশের আইনে একজন মানুষকে হত্যা করা হলে তার ফাঁসি দেওয়া হয়। কিন্তু রানা প্লাজার ভবন মালিক সোহেল রানা ১১শর বেশি মানুষকে হত্যা করেও জামিন পেয়েছেন।

রানা প্লাজা ধসের বছর পূর্তি হওয়ার আগেই তাকে জামিন দেওয়ার বিষয়টি রহস্যজনক বলেও দাবি করেন তিনি।

মানববন্ধনে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদ হোসেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টুসহ হতাহত শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এটি/ এপ্রিল ১১, ২০১৪)