জামালপুর প্রতিনিধি : জেলার মেলান্দহ উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে ২ নারী নিহত ও ৩ জন আহত হয়েছে। বেতমারীর তালতলা মোড়ে গতকাল (বৃহস্পতিবার) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বেতমারী তলাতলা মোড়ে মেলান্দহের দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সাথে ইসলামপুর অভিমুখে যাওয়া সিএনজির মুখোমুখি সংর্ঘষ হয়। ঘটনাস্থলেই রুমা (৪৫) নামে এক নারী নিহত হয় এবং ৪ জন আহত হয়। আহতদের মধ্যে গর্ভবতী স্বপ্না (৩৬) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ দুর্ঘটনায় নিহত স্বপ্নার ৯ বছরের শিশুকন্যা ইতিসহ ৩ জন আহত হয়। নিহত রুমা ছাতু মিয়ার স্ত্রীর বাড়ি ইসলামপুর উপজেলার মুখশিমলা গ্রামে এবং নিহত স্বপ্না সিদ্দিক মিয়ার স্ত্রীর বাড়ি একই উপজেলার রুহের কান্দা গ্রামে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সিদ্দিক মিয়ার গর্ভবতী স্ত্রী স্বপ্না স্বাস্থ্য পরীক্ষা শেষে জামালপুর হতে সিএনজি দিয়ে বাড়ির দিকে ফিরছিল। মেলান্দহ উপজেলার বেতমারী তলাতলা মোড়ে এসেই তারা দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও পালিয়ে গেছে ট্রাকচালক।

দুর্ঘটনা বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল করিম উত্তরাধিকার ৭১ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


(আরআর/এসপি/জুলাই ২৮, ২০১৭)