চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মোবাইল ফোনের একটি সিম কিনলেই উপহার হিসেবে ক্রেতা পাচ্ছে একটি আম গাছের চারা। বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী এ অফার ঘোষণা করা হয়েছে।

পাবনার চাটমোহর পৌর শহরের দোলবেদীতলা এলাকার ‘রায় মোবাইল গ্যালারী’র মালিক রনি রায় মানুষকে গাছ লাগানোতে উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এমন উদ্যোগ নিয়েছেন।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের আদুরী খাতুন নামে এক গৃহবধু রায় মোবাইল গ্যালারীতে সিম কিনতে আসেন। সিম কেনার পর তাকে উপহার হিসেবে দেওয়া হয় একটি আম গাছের চারা। আম গাছের চারা উপহার পেয়ে বেজায় খুশি আদুরী খাতুন।

রায় মোবাইল গ্যালারীর মালিক রনি রায় জানান, ‘এখন সময় গাছের চারা রোপন করার। আর আমাদের দেশে প্রতিদিন যেভাবে গাছ কাটা পড়ছে সেই অনুযায়ী গাছ লাগানোর পরিমাণ অনেক কম। যে কারণে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। তাই মানুষকে সচেতন করতে আমি প্রতিটি কোম্পানীর সিমের সাথে একটি করে আম গাছের চারা উপহার হিসেবে দিচ্ছি।’

পুরো সপ্তাহ জুড়ে চলবে এই উপহার কার্যক্রম এমনটা জানালেন তিনি। বিষয়টি টক অব দ্যা চাটমোহরে পরিণত হয়েছে।

(এসএইচএম/এএস/জুলাই ২৮, ২০১৭)