বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। কাছিপাড়া বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আসমা বেগম, রিজিয়া বেগম, কাসেম আকন, নুরমোহাম্মদ আকন, খলিল আকন, জলিল আকন, পিয়ারা বানু ও জামাল ফরাজিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার নুরমোহাম্মদ আকনের সঙ্গে কাসেম ফরাজির জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ ওই জমিতে সকালে নুরমোহাম্মদ আকন লোকজন নিয়ে ঘর তুলতে গেলে কাসেম ফরাজির লোকজন বাঁধা দেয়। এতে উভয় গ্রুপ রামদা, ছেনা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় দায়ের কোপে ও লাঠির আঘাতে নুর মোহাম্মদ আকন (৪৫), খলিল আকন (৩৫), জলিল আকন (৩০), আসমা বেগম (৩০), রিজিয়া বেগম (৪৫), কাসেম ফরাজি (৬০), পিয়ারা বানু (৫০) ও জামাল ফরাজিসহ (৩৫) উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়।

দায়ের কোপে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল বিচ্ছিন্ন হয় নুরমোহাম্মদ আকনের। অন্যদের রয়েছে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ থামলে গুরুতর আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার জানান, সংঘর্ষের খবর শুনেছি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।


(এসএবি/এটিঅার/জুন ২৬, ২০১৪)