নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত-শিবিরের ৪৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে ঢাকার উত্তরার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এসময় তাদের কাছ থেকে লিফলেট, ব্যানার ও জিহাদি বই উদ্ধার করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও যাদুঘরের সামনে অবস্থিত একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় শিবিরের লোকজন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে এবং হামলা চালায়। পরে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশের অভিযান সফল হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা দক্ষিণ শিবিরের প্রায় ৫০/৫৫ জন সোনারগাঁও যাদুঘরের সামনে একটি মিনি চাইনিজ রেস্তরাঁয় গোপন বৈঠক করছিল। এসময় পুলিশ অভিযান চালায়।পরে ৪৩ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই, লেপটপ, লিফলেট, ব্যানার উদ্ধার করা হয়।

(ওএস/এসপি/জুলাই ২৯, ২০১৭)