নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মঞ্জু (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ১০ টায় সিরাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত মঞ্জু সিরাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়ীর আব্দুর রাজ্জাকের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, মঞ্জু (২২) বসুরহাট বাজার থেকে দোকান বন্ধ করে আসার সময় উৎপেতে থাকা ছিনতাই কারীরা আক্রমন করে। এসময় চাবুক ও অস্ত্র দ্বারা আঘাত করলে মঞ্জুর গলাসহ বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয়। মঞ্জুর চিৎকার শুনে এলাকা বাসী এগিয়ে আসলে ছিনতায় কারীরা দৌড়ে পালিয়ে যায়।

এ সময় জনসাধারণ ছিনতাই কারী চক্রের শান্ত(১৭), সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কে ধরে কোম্পানীগঞ্জ পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম (আহত মঞ্জুর মামা) জানান, ছিনতাই এর উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পনার চক একে আগে থেকেই লোহার পুলের আশপাশে অবস্থান নেয়। এসময় তারা টাকা, মোবাইল ইত্যাদি না দিতে চাইলে মঞ্জু কে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। এসময় মঞ্জুর চিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে এক ছিনতাইকারী কে আটক করে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফজলে রাব্বি মিয়া ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, গ্রেফতারকৃত কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে ।

পারিবারিক সুত্রে জানা যায়,আহত মঞ্জুকে নোয়াখালী মাইজদীতে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় নেয়া নেয়া হয়।


(আইইউএস/এসপি/জুলাই ২৯, ২০১৭)