দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশী যুবকের মৃত্য হয়েছে। নিহতের মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪ জন এবং ফরিদপুর সদর উপজেলার ২ জন রয়েছে। নিহতদের মধ্যে এরশাদ ও হুমায়ন আপন দুই ভাই রয়েছে বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনেরা নিশ্চিত করেছে।

নিহতের স্বজনেরা শনিবার এ খবর পেয়েছে বলে জানিয়ছেন দারাপেরডাঙ্গী এলাকার মাজাহারুল ইসলাম।

নিহতরা হচ্ছেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দারাপের ডাঙ্গী গ্রামের ওহেদ ব্যাপারীর চেলে এরশাদ ও হুমায়ন ব্যাপারী, দক্ষিণ নাছের মাতব্বর পাড়ার ওসমান খানের ছেলে কোব্বাত খান, দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া আনছার মাতব্বর পাড়ার ছাহের মন্ডলের ছেলে মিরাজ মন্ডল। অপর দুই জনের বাড়ি ফরিদপুরে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন।

সরেজমিনে প্রতিবেদন সংগ্রহের সময় ওহেদ ব্যাপারীর বাড়ির সামনে গেলে দেখা যায়, শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অন্য বাড়িতে যাচ্ছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব। বাড়ীর ভিতরে প্রবেশ করতেই দেখা যায় এরশাদের স্ত্রী শিউলী আক্তার ও বৃদ্ধ মা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। ওহেদ ব্যাপারী জানান বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন বৃদ্ধ মা।

কোব্বাত খাঁর পিতা ওসমান খা জানান, তার ছেলেকে প্রথমে লিবিয়া পাঠিয়েছিল সেখান থেকে প্রতারিত হয়ে দেশে ফিরে আসে আবার ৬লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে পাঠন কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়।

উজানচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ফকির জানান, এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রত্যেক বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

(ডিবি/এএস/জুলাই ২৯, ২০১৭)