স্টাফ রিপোর্টার : নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ফের ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

রবিবার দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই আল্টিমেটাম দেন।

মনজুরুল আহসান বুলবুল বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরাও শোকের মাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তথ্যমন্ত্রীকে ১৫ দিন সময় দিচ্ছি। এই ১৫ দিনের মধ্যে নবম ওয়েজ বোর্ডসহ আমাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সারাদেশের জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের কোনো অনুষ্ঠানে তথ্যমন্ত্রীকে ঢুকতে না দেয়ার হুঁশিয়ারি দিয়ে এই সাংবাদিক নেতা বলেন, নবম ওয়েজ বোর্ডের ঘোষণা দেয়া ছাড়া আপনার অন্য কোনো পথ খোলা নেই। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও এ নিয়ে বৈঠকের প্রক্রিয়া অব্যাহত রেখেছি।

সাংবাদিকদের উদ্দেশে করে করে তিনি বলেন, আপনারা সচিবালয়ে যাবেন। সংবাদ কভার করবেন। তবে সচিবালয়ের ৯ম তলায় তথ্যমন্ত্রণালয়ে যাবেন না। তার কোনো অনুষ্ঠান কভার করবেন না। তিনি যত পারেন বিটিভিতে বক্তব্য দিয়ে যাবেন। অন্য কোনো টেলিভিশনে তার বক্তব্য প্রচারিত হবে না। আমরা এসব কর্মসূচির কথা আলাপ-আলোচনা করছি।

তথ্যমন্ত্রী ৫৭ ধারা বহাল রাখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

মনজুরুল আহসান বুলবুল আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে ৪টি ইফতার মাহফিলে অংশ নিয়ে ওয়েজ বোর্ড দেয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তথ্যমন্ত্রী তার উল্টো বলেন। প্রধানমন্ত্রীর চেতনার সঙ্গে কি তথ্যমন্ত্রীর চেতনা যায়?

তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিএফইউজের সভাপতি বলেন, আমাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা নয়। আমাদের এই আন্দোলন যারা সরকারকে বিব্রত করতে চায় তাদের নজরে আনার জন্য।

(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৭)