ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে ঈশ্বরদীর আওয়ামী লীগ জিহাদ ঘোষণা করেছে। গতকাল (রবিবার) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু আওয়ামী লীগের জিহাদ ঘোষণার কথা জানিয়েছেন।

এ সময় মিন্টু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে চলেছেন। ঈশ্বরদীর জনমানুষের নেতা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এই বাস্তবায়ন কাজের অংশীদার। দেশের অভূতপূর্ব উন্নয়নের সাথে সাথে ঈশ্বরদীর সর্বক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। কিন্তু উন্নয়ন কাজে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে মাদক।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন এর প্রধান উৎস আমাদের ভবিষ্যত প্রজন্ম। অথচ আমাদের ভবিষ্যত প্রজন্ম আজ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। আর উন্নয়নের সকল ক্ষেত্রেই মাদক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এই প্রতিবন্দকতা দূর করার এখনই সময় ।

মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীতে মাদকের নৈরাজ্য বিরাজ করছে। এই অবস্থা হতে বেরিয়ে আসার জন্য মাননীয় ভূমিমন্ত্রীর নির্দেশে আমরা দলীয়ভাবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি। মাদকের সাথে জড়িতরা যতো ক্ষমতাশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

আওয়ামী লীগের এবং অংগ সংগঠনের কোন নেতা বা কর্মী মাদকের সাথে জড়িত থাকলে তাকেও কোন ছাড় দেয়া হবে না। দলীয় নেতা-কর্মীরা মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে লেখার জন্য তিনি সাংবাদিকদের আহব্বান জানিয়েছেন। এজন্য সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

এ সময় তিনি আইন-শৃংখলা বাহিনীকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণের আহব্বান জানান। মাদকের কারণে দলীয় কেউ থানায় আটক হলে দলের নেতা-কর্মীদের কোন প্রকার সুপারিশ না করার জন্য এবং প্রশাসনে কোন সুপারিশ না শোনার জন্য তিনি আহব্বান জানিয়েছেন।


(ওএস/এসপি/জুলাই ৩০, ২০১৭)